যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ১২তলা ভবন ধসে নিহত ৪, নিখোঁজ ১৫৯

0
320

খবর৭১ঃ  যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে ১২তলা ভবন ধসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, এ মর্মান্তিক দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ১৫৯ জন। তবে জীবিত মানুষদের উদ্ধারের আশা প্রকাশ করছেন শহরটির মেয়র ড্যানিয়েল লেভিন-কাভা। সংবাদ মাধ্যমকে লেভিন-কাভা জানান, উদ্ধারকারী ও তল্লাশি দলগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া একটি পার্কিং গ্যারেজ থেকে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। সেখানে তারা ধ্বংসাবশেষের নিচে বেঁচে থাকা মানুষের সন্ধান পেয়েছে।
তিনি আরও বলেন, তবে ধ্বংসস্তূপ যেকোনো সময় সরে গিয়ে আরেকটি ধসের আশঙ্কা থাকায় উদ্ধারকাজের এ পদ্ধতি বেশ ধীরে এবং নিয়ম মেনে করা হচ্ছে। ভবন ধসের মুহূর্তে ১৩০টি ইউনিটের অর্ধেক ধ্বংস হয়ে গেছে। এতে তখন কী সংখ্যক মানুষ ছিল, তা এখনো স্পষ্ট নয়।
বৃহস্পতিবার (২৪ জুন) ভোরে দক্ষিণ ফ্লোরিডা শহরের সার্ফসাইডে মিয়ামি বিচের পাশে ভবনটি আকস্মিকভাবে ভেঙে পড়ে। ভবনটি ১৯৮০ সালে নির্মিত হয়েছিল। সেই ভবনটিতে লাতিন আমেরিকান অভিবাসীদের বসবাস ছিল বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here