নড়াইলে ভ্রাম্যমান আদালতে কমিশনারসহ ৯ জনকে ৩ হাজার ৮ শত টাকা জরিমানা

0
260
সাদুল্যাপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

উজ্জ্বল রায় (নড়াইল জেলা) প্রতিনিধি: নড়াইলে লকডাউন চলাকালে আইন অমান্যকারী পৌরসভার কমিশনারসহ নয় জনকে মোট ৩ হাজার ৮ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত (মঙ্গলবার) নড়াইলের লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাখী ব্যানার্জি এ জরিমানা করেন।
দেশে করোনা ভাইরাসের সংক্রমনের হার বৃদ্ধি পাওয়ায় নড়াইল জেলার সর্বত্র গত ২০ জুন রাত ১২ টা থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউনের ঘোষনা দিয়েছে জেলা প্রশাসন । লকডাউন চলাকালে আইন অমান্য করে দোকান খোলার অভিযোগে পৌরসভার খলিশাখালী এলাকার মুদি দোকানদার কামরুল কমিশনারকে এবং দিঘলিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৯ জনকে মোট ৩ হাজার ৮ শত টাকা জরিমানা করেন নড়াইলের লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাখী ব্যানার্জি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here