বিশ্বে একদিনে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে সংক্রমণ

0
490

খবর৭১ঃ বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা গত একদিনে কিছুটা বেড়েছে। তবে আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৮ হাজারের বেশি মানুষ, যা আগের ২৪ ঘণ্টার চেয়ে ৭৩ জন কম। একইসময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৪ লাখের মতো মানুষ।

নতুন আক্রান্তদের নিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৭ কোটি ৮৫ লাখের ঘরে। অন্যদিকে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৮ লাখ ৬৬ হাজার। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ কোটি ৬৭ লাখ ৫ হাজার ৯২৯ জন।

করোনা নিয়ে নিয়মিত আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৫২৩ জন। আগের দিনে এই সংখ্যাটা ৯৫ জন কম ছিল। নতুন মৃতদের নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৮ লাখ ৬৬ হাজার ৮৬২ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৮ হাজার ৪০৪ জন, গতকাল এই সংখ্যাটা ছিল ৩ লাখ ৮৫ হাজার ৬০১ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৮৫ লাখ ৯৬ হাজার ৭৪৫ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৩ লাখ ৯৩ হাজার ২৬৯ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১৬ হাজার ৯২০ জন মারা গেছেন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৭৮ লাখ ২ হাজার ১৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৯৮ হাজার ৬২১ জনের।

অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৯৮ লাখ ২২ হাজার ৭৬৮ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৫ হাজার ১৬৭ জন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৭ লাখ ৫২ হাজার ৮৭২ জন, রাশিয়ায় ৫২ লাখ ৮১ হাজার ৩০৯ জন, যুক্তরাজ্যে ৪৬ লাখ ১০ হাজার ৮৯৩ জন, ইতালিতে ৪২ লাখ ৫০ হাজার ৯০২ জন, তুরস্কে ৫৩ লাখ ৫৯ হাজার ৭২৮ জন, স্পেনে ৩৭ লাখ ৫৭ হাজার ৪৪২ জন, জার্মানিতে ৩৭ লাখ ২৮ হাজার ৫৫৯ জন এবং মেক্সিকোতে ২৪ লাখ ৬৭ হাজার ৬৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১০ হাজার ৭০২ জন, রাশিয়ায় এক লাখ ২৮ হাজার ৪৪৫ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৭ হাজার ৯৫৬ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ২২৫ জন, তুরস্কে ৪৯ হাজার ৭১ জন, স্পেনে ৮০ হাজার ৬৫২ জন, জার্মানিতে ৯০ হাজার ৮৭৭ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৩০ হাজার ৭৯২ জন মারা গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here