বিশ্বের প্রথম শ্রেণির গণমাধ্যমে হঠাৎ বিপর্যয়

0
269

খবর৭১ঃ বিশ্বের প্রথম সারির একাধিক গণমাধ্যমসহ গুরুত্বপূর্ণ অনেক ওয়েবসাইটে হঠাৎ বিপর্যয় দেখা দিয়েছে। মঙ্গলবার বিকালে প্রায় সারাবিশ্বেই এসব ওয়েবসাইট ও সংশ্লিষ্ট অ্যাপে সমস্যা দেখা দেয়।

হঠাৎই ‘ডাউন’ হয়ে যাওয়া ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে নিউইয়র্ক টাইমস, দ্য ফিন্যান্সিয়াল টাইমস, সিএনএন, ব্লুমবার্র্গ নিউজ প্রভৃতি।

ফ্রান্সের লে মন্দ সংবাদপত্র জানিয়েছে, তাদের ওয়েবসাইটে বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে ‘এরর’ দেখাচ্ছিল। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানেরও ওয়েবসাইট-অ্যাপ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

আলজাজিরা, বিবিসি ও নিউইয়র্ক টাইমসের ওয়েবসাইটে সাময়িকভাবে ঢোকা যাচ্ছিল না। গণমাধ্যম ছাড়া বিশ্বের বৃহত্তম খুচরা পণ্য বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম আমাজনের ওয়েবসাইটেও সমস্যা দেখা দিয়েছিল। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি আমাজন কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here