মদনে অগ্নিকান্ডে দোকান ঘর পুড়ে ছাই

0
268

মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে অগ্নিকান্ডে দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সকালে উপজেলার কাইটাইল ইউনিয়েনের জাওলা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে তিনটি দোকানের প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ ঘটনাস্থল পরিদর্শণ করে অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। জানাযায়, সোমবার(৭ জুন) জাওলা বাজারের করিমের মনোহরি দোকান থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে মুহুর্তের মধ্যে আগুনের লেলিনহান শিখা চার দিকে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণ করতে না পারায় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। মদন ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় ১ ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাজারের শফিকের মুদি দোকান, ফারুখ মিয়ার ডেকোরেটরের দোকান ও করিমের দোকানের মালামালসহ ঘর পুড়ে ছাই হয়ে যায়। বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে যানা যায়। মদন ফায়ার সার্ভিসের লিডার রফিকুল ইসলাম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে মদন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘন্টা কাজ করেছে। এতে তিনটি দোকানের ৩ লাখ ৮০ হাজার টাকার মালামাল ক্ষতি হয়েছে। ১৩ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শণ করেছি। ক্ষতিগ্রস্থ প্রত্যককে ২ বান্ডেল টিন ও ৬ হাজার করে টাকা আজকেই দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here