নড়াইলে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বেধন

0
351

উজ্জ্বল রার, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইল জেলা পুলিশের আয়োজনে ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচী শুরু। দক্ষতা উন্নয়নে নড়াইল পুলিশের প্রশিক্ষণ পুলিশ বিভাগের সদস্যদের দক্ষতা উন্নয়নে নড়াইল জেলা পুলিশের আয়োজনে ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ কর্মসূচী শুরু হয়েছে। নড়াইল পুলিশ লাইন্সে এ কর্মসূচীর উদ্বেধন করেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)। উদ্বেধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, পুলিশের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্য। মঙ্গলবার (১জুন) রাতে পুলিশ সুপার প্রবীর কুমার রায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীতা কোন অংশে কম নয়। তাই পরীক্ষায় ভালো করতে হলে প্রচুর পড়াশোনার বিকল্প নেই। বর্তমানে প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জনে ব্যাপক প্রতিযোগিতা বিদ্যমান। বিষয়টি বিবেচনায় রেখেই আমাদের এই আয়োজন। তাই নড়াইল পুলিশের মান সমুন্নত রাখতে আরও দক্ষতা অর্জনে আপনাদের অক্লান্ত পরিশ্রম করতে হবে। পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ করেন ও কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। উজ্জ্বল রার, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here