ঝালকাঠিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা

0
238

রতন আচার্য্য,ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে জাতীয় ভিটমিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালীর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মো. আহসান কবির, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সহসভাপতি দুলাল সাহা ও মানিক রায়। কর্মশালায় জেলায় কর্মরত ৪০ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় জানানো হয়, এ বছর ৬ থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ৮০০ শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাসের ৯০ হাজার ৫০০ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলার ৩২টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ৮২২টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে। ক্যাম্পেইন চলাকালে স্বাস্থ্যকর্মীসহ দুই হাজার ১০জন স্বেচ্ছাসেবী কাজ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here