বার্ড ফ্লু আক্রান্ত প্রথম ব্যক্তি চীনে

0
267

খবর৭১ঃ চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংসুতে ৪১ বছর বয়স্ক এক ব্যক্তি বার্ড ফ্লুয়ের এইচ১০এন৩ স্ট্রেইনে আক্রান্ত হয়েছেন।

বার্ড ফ্লুয়ের এই ধরনে কোনো মানুষ আক্রান্ত হওয়ার ঘটনা বিশ্বে এই প্রথম ঘটল। মঙ্গলবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) এ তথ্য জানিয়েছে। রয়টার্স।

এনএইচসি এক বিবৃতিতে জানায়, ঝেনজিয়াং শহরের ওই বাসিন্দা ২৮ এপ্রিল জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

২৮ মে তার দেহে এইচ১০এন৩ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস শনাক্ত করা হয়েছে। তবে বিবৃতিতে ওই ব্যক্তি কীভাবে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন তা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

এনএইচসি জানায়, এইচ১০এন৩ কম সংক্রামক ও তুলনামূলক কম গুরুতর। পোলট্রি থেকে খুব সহজে বিশাল পরিমাণে এই রোগ ছড়িয়ে না পড়ার সম্ভাবনাই বেশি। আক্রান্ত ব্যক্তির অবস্থা স্থিতিশীল এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার জন্য প্রস্তুত।

তার ঘনিষ্ট সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে কোনো আক্রান্ত শনাক্ত হননি। এর আগে বিশ্বে এইচ১০এন৩ ধরনে কোনো মানুষ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here