দেশে এলো ফাইজারের টিকা

0
188

খবর৭১ঃ ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ করোনাভাইরাসের টিকা দেশে এসে পৌঁছেছে। সোমবার রাত সোয়া ১১টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই টিকা ঢাকার শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছে।

টিকা নিতে বিমানবন্দরে আসা স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচ অপারেশনাল প্ল্যানের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক বলেন, ১ লাখ ৬২০ ডোজ টিকা এসেছে। এগুলো আমাদের ইপিআইয়ের নির্ধারিত স্টোরেজে নিয়ে রাখা হবে।

এর আগে রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিনে টিকা আসার দেরির কথা প্রথমে জানানো হয়। ফ্লাইট সিডিউল না পাওয়ায় টিকা আসতে দেরি হতে পারে বলে এতে উল্লেখ করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, টিকার আন্তর্জাতিক প্ল্যাটফরম কোভ্যাক্স থেকে ১৩৪তম দেশ হিসাবে এই টিকা পেয়েছে বাংলাদেশ।

দেশে করোনাভাইরাসের টিকা সংকটের মধ্যে গত ১৯ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, ফাইজার-বায়োএনটেকের তৈরি এক লাখ ৬২০ ডোজ টিকা আগামী ২ জুন আসবে।

গত বছরের ২ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসাবে যুক্তরাজ্য ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমতি দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here