পহেলা জুন থেকে বাহরাইনে কুক হাবিবি‘র আনুষ্ঠানিক যাত্রা শুরু

0
328

খবর ৭১: বাহরাইনে মোবাইল অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপ ভিত্তিক খাবার সরবরাহ প্রতিষ্ঠান কুক হাবিবি‘র (Cook Habibi) আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ০১ জুন‘২০২১ । কুক হাবিবি‘র অ্যাপসের মাধ্যমে বাহরাইনে অবস্থিত প্রবাসী ও বাহরাইনের নাগরিকরা খুৃব সহজে বাহরাইনে প্রবাসী গৃহবধুদের হাতে রান্না করা খাবার এবং বাহরাইনে বাংলাদেশিদের রেস্টুরেন্টসহ বাহরাইনে অবস্থিত বিভিন্ন রেস্টুরেন্টের খাবার অর্ডার করতে পারবেন। কুক হাবিবির নিজস্ব সু-দক্ষ রাই্ডারের একটি টিম রয়েছে যারা খাবারের মান অটুট রেখে বাহরাইনের যে কোন প্রান্তে খাবার পোঁছে দিবে।

ভার্সেটাইলো গ্রুপের ওয়েলফেয়ার বেসড ই-কমার্স ( কুক হাবিবি, সুক বাহরাইন এবং মুশকিল আসান ) মোবাইল এ্যাপস -এর আনুষ্ঠানিক উদ্বোধন
করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম। ফাইল ফটো

গত ০৯ জানুয়ারী,২০২১  আল গাজাল বলরুম, দি রিজ কার্লটন(বাহরাইন) এ ভার্সেটাইলো গ্রুপের ওয়েলফেয়ার বেসড ই-কমার্স ( কুক হাবিবি, সুক বাহরাইন এবং মুশকিল আসান ) মোবাইল অ্যাপ -এর  উদ্বোধন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম। ভার্সেটাইলো গ্রুপ এর চেয়ারম্যান ড. কামরুল আহসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ আহমেদ বিন খলিফা মোবারক আল খলিফা, শেখ খলিফা সালমান মোহাম্মদ আলী আল খলিফা, দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মো: রবিউল ইসলাম, দূতাবাসের শ্রম সচিব (লেবার কাউন্সিলর) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আল আহলি ব্যাঙ্কের সিইও শাফকাত আনোয়ার, সিআইপি শফি আহমেদ প্রমুখ।

COOK HABIBI

প্লে স্টোরে এই লিংক থেকে https://play.google.com/store/apps/details?id=com.cookhabibi.kites&hl=en_US&gl=US&fbclid=IwAR2zBks5rM3fkMNf4d3xN35ZsSb7nDiXgzIV0zihUzT1r-dJ4qgORxEmV2I

COOK HABIBI অ্যাপটি ইন্সটল করে খুব সহজে খাবার ম্যানু থেকে নিজ নিজ পছন্দ এবং দাম থেকে বাছাই করে খাবার অর্ডার করতে পারবেন।

কুক হাবিবির(COOK HABIBI) আনুষ্ঠানিক যাত্রা শুরু প্রসঙ্গে ভার্সেটাইলো গ্রুপ এর চেয়ারম্যান ড. কামরুল আহসান খবর ৭১ কে বলেন, “বাহরাইনে প্রবাসীরা খাবার নিয়ে অনেক বিড়ম্বনায় মুখোমুখি হতে দেখা যায়। কুক হাবিবির মাধ্যমে প্রবাসীরা এবং বাহরাইনের নাগরিকরা এখন থেকে খুব সহজে খাবার পেয়ে যাবে।

তিনি আরো বলেন, ‘` বাহরাইনের সকল রেস্টুরেন্টেকে পর্যায়ক্রমে কুক হাবিবির আওতায় নিয়ে আসা হবে, যাতে করে বাহরাইনে অবস্থিত সকল নাগরিক নিশ্চিতে, ঝামেলাবিহীন অনলাইনে খাবার অর্ডার করতে পারে।‘‘

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here