কঠোর লকডাউনে বাগেরহাটে ১৮৯ মামলা, দেড় লক্ষাধিক টাকা জরিমানা

0
384

স্টাফ রিপোটার,বাগেরহাট
কঠোর লকডাউনে বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় ১‘শ৮৯ জনকে এক লক্ষ ৫১ হাজার ৮‘শ টাকা জরিমানা করা হয়েছে। কঠোর লকডাউনের প্রথম দিন ১৪ এপ্রিল থেকে ১৯ এপ্রিল রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় ৪৩টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১‘শ৮৯টি মামলায় জরিমানা আদায় করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাক্স বিতরণসহ নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালু রয়েছে। এছাড়া এই মহামারীর সময়ে জুয়া খেলার অপরাধে এক ব্যক্তিকে ২০ দিনের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেন, লকডাউনের শুরু থেকে মানুষকে ঘরে রাখতে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করছি।জনগনকে সচেতন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ, মাইকিংসহ নানা ধরণের সচেতনতামূলক কার্যক্রম চালু রয়েছে।করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্য্হাত থাকবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here