গৃহকর্মীসহ খালেদা জিয়ার বাসার ৯ জনের করোনা

0
257

খবর৭১ঃ ঘরবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পর এবার জানা গেল তার গৃহকর্মী ফাতেমাসহ নয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে দুই একজনের মধ্যে করোনার উপসর্গ থাকলেও সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার ভাগ্নে ডা. মামুন।

রবিবার বিকালে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় সাবেক এ প্রধানমন্ত্রীকে দেখে এসে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

ডা. মামুন বলেন, ‘প্রথমে ওই বাসভবনের কেয়ারটেকারদের করোনার নমুনা পরীক্ষা করা হলে তাদের রিপোর্ট পজিটিভ আসে। এরপর গৃহকর্মীর (ফাতেমা) নমুনা পরীক্ষা করা হলে তারও করোনা পজিটিভ রিপোর্ট আসে। তারপরই মূলত ম্যাডামের করোনার নমুনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল অন্যান্য শারীরিক পরীক্ষা-নিরীক্ষার সঙ্গে করোনার নমুনাও পরীক্ষা করা হয়। এতে তার পজিটিভ রিপোর্ট আসে।’

পুরো বাসভবনকে হাসপাতালের মতো করে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘দুই-একজনের করোনার উপসর্গ থাকলেও ম্যাডামের কোনো উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন, ভালো আছেন। এখন পর্যন্ত তার শারীরিক কোনো জটিলতা দেখা যায়নি। ফলে আমাদের আপাতত চিন্তা, বাসায় রেখে তাকে চিকিৎসা করানো। তবে রাজধানীর একটি হাসপাতাল আমরা ঠিক করে রেখেছি। যদি কোনো ধরনের শারীরিক জটিলতা তৈরি হয় তাহলে আমরা হাসপাতালে চিকিৎসা করানোর চিন্তা করব।’

রবিবার সকাল থেকে খালেদা জিয়ার করোনা পজিটিভ খবর প্রচারিত হলেও কেন বিষয়টি অস্বীকার করা হয়েছিল সে বিষয়ে ডা. মামুন বলেন, ‘ব্যক্তিগত নিরাপত্তার কারণে প্রথমদিকে তার করোনা আক্রান্তের বিষয়টি গোপন রাখা হয়েছিল।’

এর আগে শনিবার প্রথমে ল্যাবএইড হাসপাতালের পক্ষ থেকে এবং পরে সন্ধ্যার দিকে আইসিডিডিআরবির পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নমুনা সংগ্রহ করা হয়। পরে তার রিপোর্ট পজিটিভ আসে।

বিএনপির একটি সূত্র জানায়, কয়েকদিন ধরে খালেদা জিয়া জ্বর-ঠান্ডায় ভুগছিলেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল আইসিডিডিআরবি,র একটি প্রতিনিধি দল তার গুলশানের বাসভবন ফিরোজায় গিয়ে নমুনা সংগ্রহ করেন। আজ তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here