বিস্ফোরণে দগ্ধ মুন্সীগঞ্জের পৌর মেয়রের স্ত্রীর মৃত্যু

0
408

খবর৭১ঃ মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভার মেয়রের বাসভবনের সামনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তার স্ত্রী কানন বেগম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শনিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি জানিয়েছেন, কানন বেগমের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ৬ই এপ্রিল মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভার নবনির্বাচিত মেয়র হাজী আব্দুস সালামের বাড়িতে বিস্ফোরণে মেয়রের দ্বিতীয় স্ত্রী, পৌর সচিব ও তিন কাউন্সিলরসহ ১২জন দগ্ধ হয়েছিলেন। এদের মধ্যে একজনের মৃত্যু হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here