সরকারি নির্দেশনা কার্যকর বিষয়ে সৈয়দপুরে ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

0
230

মিজানুর রহমান মিলন সৈয়দপুর প্রতিনিধি :
নীলফামারীর সৈয়দপুরে চলমান করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত বিভিন্ন নির্দেশনা ও লকডাউন কার্যকর করা নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। গতকাল রবিবার রাতে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে সৈয়দপুর প্রেস ক্লাবে ওই সভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ বলেন, নীলফামারী জেলায় করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে। আর সৈয়দপুর উপজেলাতেও করোনার সংক্রমণ বেড়েই চলেছে। এরই মধ্যে সরকার গত ৩০ মার্চ থেকে ১৮ দফা নির্দেশনা জারি ও আজ সোমবার থেকে সারাদেশে লকডাউন ঘোষনা করেছেন। সরকারের নির্দেশনা ও লকডাউন কার্যকর করতে মাঠে থাকবে সৈয়দপুর উপজেলা প্রশাসন। কারণ লকডাউন কার্যকরের মধ্যদিয়ে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তাই স্বাস্থ্যবিধি মানাতে উপজেলা প্রশাসন জনসচেতনতা সৃষ্টি, মাস্ক বিতরণ, স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনাসহ ব্যাপক তৎপরতা চালাবে।

এ জন্য তিনি সাংবাদিকদের লেখনির মাধ্যমে সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। তাদের লেখা সমাজের সার্বিক চিত্র ফুটে ওঠে। আর তাদের মাধ্যমে দেশবাসি সবকিছু জানতে পারে। একইসাথে করোনা পরিস্থিতিতে লেখালেখিতে তাদের অবদানের কথা স্বীকার করে ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় প্রেস ক্লাবের সহ-সভাপতি নজির হোসেন নজু, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লুতু, কার্যকরী সদস্য নজরুল ইসলাম, কাজী জাহিদ, গোপাল চন্দ্র রায়, মেহেরুনিসা, এম ওমর ফারুক, আনোয়ার হোসেন প্রামানিক, মিজানুর রহমান মিলন প্রমূখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here