আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ১৮ লাখ ছাড়াল

0
229

খবর৭১ঃ
বৈশ্বিক মহামারি করোনার বিস্তার রোধে হিমশিম খাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। নানা উদ্যোগ সত্বেও নিয়ন্ত্রণে আসছে না এই রোগ। সোমবার সকাল পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১৩ কোটি ১৮ লাখ ছাড়িয়েছে।

বাংলাদেশ সময় সোমবার সকাল ৮টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট শনাক্তের সংখ্যা ১৩ কোটি ১৮ লাখ ৯৮ হাজার ২৬৭। এর মধ্যে ২৮ লাখ ৬৫ হাজার ৫২৫ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ১০ কোটি ৬১ লাখ ৮৪ হাজার ১৫৮ জন।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ১৪ লাখ ২০ হাজার ৩৩১। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৬৮ হাজার ৭৭৭ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ২৯ লাখ ৮৪ হাজার ৯৫৬। এর মধ্যে তিন লাখ ৩১ হাজার ৫৩০ জনের মৃত্যু হয়েছে। ভারতে আক্রান্তের সংখ্যা এক কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৯২০। এর মধ্যে এক লাখ ৬৫ হাজার ১৩২ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ছয় লাখ ৩৭ হাজার ৩৬৪। এর মধ্যে ৯ হাজার ২৬৬ জনের মৃত্যু হয়েছে। উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৩০৫। এর মধ্যে ৪ হাজার ৬৩৬ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here