সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আফছার হোসেন মিঞার ইন্তেকাল

0
408

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফসার আলী মিঞা বার্ধক্যজনিত কারণে  শনিবার দুপুর ১ টায় দিনাজপুর এম এ রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, পাঁচ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বাদ আছর সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়াস্থ হাজী কলোনী ঈদগাহ্ মাঠে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বাদ এশা মরহুমের গ্রামের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালি ইউনিয়নের জগদীশপুর গ্রামে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন, পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী, সৈয়দপুর সরকারি কলেজের মো. আব্দুল মান্নান সরকার ও উপাধ্যক্ষ নার্জিজ বাণু, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল,হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাবিনা সালাম, সৈয়দপুর আদর্শ বালিকা বিদালয় ও করেলজের অধ্যক্ষ মো. হাবিভবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, যুবলীগ উপজেলা শাখার আহ্বায়ক দিলনেওয়াজ খান ও যুগ্ম আহবায়ক মোস্তফা ফিরোজ, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেন খোকন, ইঞ্জিনিয়ার এ. কে. এম রাশেদুজ্জামান রাশেদ, সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. একরামুল হক, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লুতুসহ সৈয়দপুর প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, মরহুম অধ্যক্ষ আফসার হোসেন মিঞা ছিলেন শরীয়তপুর জেলার ডামুডা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মুঈদ -আল- মর্তূজা’র বাবা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here