মিরসরাইয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

0
323

মিরসরাই প্রতিনিধিঃ
মিরসরাইয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার মস্তাননগর এলাকায় মিরসরাই অটিজম সেন্টারে অনুষ্ঠিত বিশ্ব অটিজম সেন্টার সচেতনতা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব। মিরসরাই অটিজম সেন্টারের সমন্বয়ক সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীরের সভাপতিত্বে ও প্রোগ্রাম ম্যানেজার সুমি রানী দেবীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এমরান হোসেন সোহেল, মিরসরাই অটিজম সেন্টারের হিসাবরক্ষক মাজহারুল হক প্রমুখ। এসময় ২০ জন অটিজম শিশুর পরিবারের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অটিজম শিশুরা সমাজের বোঝা নয়। এদের সঠিক পরির্চযা ও সেবা করলে স্বাভাবিক হয়ে উঠবে। তাই আমাদের সকলের উচিত অটিজম শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহায়তা করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here