ভারত থেকে টিকা না আসায় প্রথম ডোজ বন্ধ

0
214

খবর৭১ঃ
ভারত থেকে টিকা না আসায় ৫ এপ্রিলের পর আপাতত কাউকে প্রথম ডোজের টিকা দেবে না সরকার। ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ টিকাদান শুরু হবে।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ রোধে আবারও লকডাউন ঘোষণা করেছে সরকার। শনিবার (৩ এপ্রিল) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনের ঘোষণা করেন।

ব্রিফিংয়ে তিনি বলেন, কোভিড-১৯ সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আগামী সোমবার ৫ এপ্রিল থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার। অর্থনৈতিক কর্মকাণ্ডের সচল রেখে যেকোনো জনসমাগম বন্ধ করতে হবে।

গত ২৪ ঘন্টায়, ২৯ হাজার ৩৩৯টি নমুনা পরীক্ষা করে ৬ হাজার ৮৩০ জন রোগী শনাক্ত হয়েছে।

গত বছর মার্চে দেশে প্রথমবারের মতো লকডাউন ঘোষিত হয়। পাঁচ মাস পর আগস্টে সেই নিষেধাজ্ঞা শিথিল হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here