কাল খুলে দেয়া হবে ১১টি ইউটার্ন

0
450

খবর ৭১: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়নাধীন ’’ঢাকার তেজগাঁও সাতরাস্তা মোড় থেকে উত্তরা হাউজবিল্ডিং পর্যন্ত ১১ (এগার) টি ইউটার্ন নির্মাণ’’ শীর্ষক প্রকল্পের আওতায় (১) উত্তরা রাজলক্ষী এর সামনে, (২) উত্তরা র‌্যাব-১ অফিস, (৩) ফ্লাইং ক্লাব কাওলা, (৪) বনানী ওভারপাস, (৫) বনানী আর্মি স্টেডিয়ামের সামনে, (৬) বনানী চেয়ারম্যান বাড়ী, (৭) মহাখালী আমতলী, (৮) মহাখালী বাস টার্মিনালের সামনে, (৯) তেজগাঁও নাবিস্কো মোড় এবং (১০) সাতরাস্তার বিজি প্রেস এলাকায় নির্মিত ইউটার্ন সমুহ যানবাহনের ব্যবহারের জন্য আগামী ০৩/০৪/২০২১ইং রোজ শনিবার উন্মুক্ত করা হবে। ফলে নেভি হেড কোয়ার্টারের শাখা রাস্তা, বনানী রোড নং ২৭, বনানী কাকলী, বনানী রোড নং ১১, মহাখালী আমতলী মোড়, তেজগাঁও কহিনুর মোড়, লাভ রোড মোড় ইত্যাদি ইন্টারসেকশন সমূহ নিরবিচ্ছিন্ন ও সুষ্ঠু যানবাহন চলাচলের স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহযোগিতায় রাইট টার্নিং (ডানে মোড়) বন্ধ রাখা হবে। রাজধানী ঢাকার যানজট হ্রাসকল্পে উক্ত এলাকায় চলাচলকারী যানবাহন সমুহকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত ইউটার্ন সমূহ ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here