ভারতে গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ

0
271

খবর৭১ঃ ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমেই বেসামাল হচ্ছে কোভিড পরিস্থিতি। বৃহস্পতিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭২ হাজার। শুক্রবার তা প্রায় সাড়ে ৮১ হাজার।

গত বছরের ২৮ সেপ্টেম্বরের পর দেশটিতে এটিই আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। এর মধ্যে মহারাষ্ট্রের পরিস্থিতি সবচেয়ে খারাপ। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৪৬৬ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন এক কোটি ২৩ লাখ ৩ হাজার ১৩১ জন।

করোনার নতুন ধরনই এ জন্য দায়ী বলে মতপ্রকাশ করেন দিল্লি এমসের প্রধান রণদীপ গুলেরিয়া। করোনার দ্বিতীয় ঢেউ এক লাফে বাড়িয়ে দিয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।

দেশের দৈনিক মৃত্যু এক মাস আগেও ছিল ১০০-এর আশপাশে। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৯ জনে। মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সেখানে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৪৯ জনের। কর্নাটক, দিল্লি, পাঞ্জাব ও ছত্তীসগড়েও গত কয়েক দিনে মৃতের সংখ্যা বেড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here