ঢাকা আহ্ছানিয়া মিশনের কাপ-আপ প্রকল্পের অবহিতকরণ সভা সৈয়দপুরে অনুষ্ঠিত

0
363

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ঢাকা আহ্ছানিয়া মিশন বাস্তবায়িত এডুকেশন সার্ভিসেস ফর আপলিফ্টমেন্ট অব আল্ট্রা-পুওর স্লাম ডুয়েলার্স (কাপ-আপ) প্রকল্পের জাতীয় অবহিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৩১ মার্চ) সকাল সাড়ে ১০টায় কিং আব্দুল্লাহ্ বিন আব্দুল আজিজ প্রোগ্রামের আওতায় ঢাকা আহ্ছানিয়া মিশন সৈয়দপুর ফিল্ড অফিস উপজেলা পরিষদ মিলনায়তনে ওই অবহিতকরণ সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
সভায় বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমীন, উপজেলা শিক্ষা অফিসার মো. শাহ্জাহান মন্ডল, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের আর আর এন্ড ডি অফিসার, পিসিও-কাপ ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান সিদ্দীকী এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের পিসিও-কাপ প্রকল্প এবং চিফ অব এডুকেশন এন্ড টিইভিটি মো. সাহিদুল ইসলাম।
সভার শুরতেই স্বাগত বক্তব্য দেন সংস্থার কাপ-আপ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. মোদাচ্ছের হোসেন মাসুম। পরে ডাম প্রকল্পের উপস্থাপন করেন সংস্থার কাপ-আপ প্রকল্পের কো-অর্ডিনেটর মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন শেখ শফিকুর রহমান।
এর আগে ডাম প্রতিষ্ঠাতা হয়রত হযরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর প্রামাণ্য চিত্র প্রদর্শণ করা হয়।
এছাড়া সভায় মুক্ত আলোচনায় অংশ নেন সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ, সৈয়দপুর পৌর সভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহীন আকতার, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মো. রেজাউল হক, সাবর্ডিনেট কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি সুলতানা ও উর্দূভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মো. মাজিদ ইকবাল প্রমূখ। সংস্থার প্রোগ্রাম অফিসার মো. রেজোওয়ান আলমের স ালনায় সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষানুরাগী, সাংবাদিক, উর্দূভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ ও ইউসিএলসি-সিএলসি শিক্ষকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here