রাজারহাটে প্রশাসনের নামে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন!

0
309

এ.এস.লিমন,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউপির ডাংরারহাট বাজার সংলগ্ন (১শত গজ পূর্বে পাঁকা রাস্তার পাশে) রতি মৌজার এলাকায় পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগ উঠেছে ডাংরারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ বারিক মাস্টারের বিরুদ্ধে।

এলাকাবাসী জানায়,ডাংরারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক দীর্ঘদিন ধরে পুকুর থেকে প্রশাসনের নামে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে, যার ফলে বালু উত্তোলনের কারণে পুকুরের ব্যাপক গভীরতা সৃষ্টি হয়ে তীরবর্তী বাড়িঘরসহ ফসলি জমি ভাঙন ও পরিবেশ বিপর্যয়ের মারাত্মক আশঙ্কা রয়েছে।

এছাড়া বারিক মাস্টার পোস্ট অফিসের ভবন করার নামে পুকুর থেকে বালু উত্তোলন করে গৃহ নির্মানের জন্য নিজের ফসলি জমি ভরাট করছে এবং বিভিন্ন এলাকায় অবাধে বালু বিক্রি করে আসছে।

এ ব্যাপারে মো. বারিক মাস্টার বলেন, সরকারি কাজের স্বার্থে বালু উত্তোলন করা হচ্ছে। বিষয়টি ইউএনওসহ সবাইকে অবগত করেছি।

এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের মুঠোফোনে একাধিকবার কল দেয়ার পরও তিনি ফোন ধরেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here