সুন্দরগঞ্জে পল্লী সুফলভোগীদের আইজিএ পরিদর্শন

0
316

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা কুঠিপাড়া মহিলা পল্লী উন্নয়ন সমিতিসহ অন্যান্য সংগঠনভূক্ত সুফলভোগীদের আইজিএ পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশনের প্রকল্প উপ-পরিচালক জেসমুন নাহার।
এ উপলক্ষে সোমবার বিকেলে বামনডাঙ্গা কুঠিপাড়া মহিলা পল্লী উন্নয়ন সমিতির কার্যালয়ে এলাকায় মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যকালে পরিকল্পনা কমিশনের প্রকল্প উপ-পরিচালক জেসমুন নাহার সন্তোষ প্রকাশ করে বলেন, পল্লীর দারিদ্র্যতা দূরীকরণের লক্ষে বিআরডিবি কর্তৃক বাস্তবায়নাধীন গাইবান্ধা সমন্বীত পল্লী দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের অধীনে এমব্রয়ডারী, হাঁস-মুরগী, গবাদি পশু পালন ও কৃষিভিত্তিক উৎপাদনের মাধ্যমে পল্লী পর্যায়ে প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা হচ্ছে। এতে করে দারিদ্র্যতা দূরীকরণে ব্যাপক উৎসাহ বাড়াতে হবে। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, সাদুল্যাপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ। এরআগে প্রধান অতিথিকে সংবর্ধনা জানান, বামনডাঙ্গা কুঠিপাড়া মহিলা পল্লী উন্নয়ন সমিতির ম্যানেজার ও উদ্যোক্তা আক্তার বানু। এসময় উপস্থিত ছিলেন- রামদেব মহিলা পল্লী উন্নয়ন সমিতির ম্যানেজার ফারজানা ববি রজনী, শিববাড়ি মহিলা পল্লী উন্নয়ন সমিতির ম্যানেজার সালমা বেগমসহ সংগঠন সমূহের সদস্যবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here