ঘাটাইলে পুকুর থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

0
1310

শফিকুল ইসলাম জয়, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ সোমবার (২৯শে মার্চ) দুপুর ২টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাহাড়ী অঞ্চল সংগ্রামপুর ইউনিয়নের দক্ষিন কাউটে নগর গ্রামে পুকুর খনন করতে গিয়ে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এ সময় উৎসুক গ্রামবাসী এক নজর দেখার জন্য পুকুরের চারিদিকে ভিড় জমায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কাউটে নগড় গ্রামের আবুল বিএসসি নামের এক শিক্ষকের পুরাতন একটি পুকুর খনন করেন। পুকুরের মাটি স্থানীয় কবির নামে  কিনে দোকান ভরাট করার সময় কোদালের মাথায় গ্রেনেডটি উঠে আসে।বিষয়টি ঘাটাইল থানা পুলিশকে জানালে পরিত্যক্ত গ্রেনেডটি উদ্ধার করে ঘাটাইল থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া পুকুরে গ্রেনেড উদ্ধারের সত্যতা স্বীকার করে মুঠোফোনে জানায় খুব সম্ভবত স্বাধীনতা যুদ্ধের সময় পুকুরে যুদ্ধ শেষে গ্রেনেডটি ফেলেছিল।

এ বিষয়ে ঘাটাইল থানার উপপরিদর্শক(এসআই) মতিউর রহমান মুঠোফোনে জানায় আমরা গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ঢাকা থেকে বিশেজ্ঞ টিম এসে এটা নিয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here