মিরসরাইয়ে মুহুরী প্রজেক্ট বাজারে পুণরায় যাত্রা শুরু হলো বঙ্গবন্ধু পরিষদের 

0
222

রেদোয়ান হোসেন জনি, মিরসরাইঃ মিরসরাইয়ের মুহুরী প্রজেক্ট বাজারের চৌধুরী মার্কেটে পুণরায় যাত্রা শুরু করলো বঙ্গবন্ধু পরিষদ। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু পরিষদ ২০০৪ সাল থেকে বিএনপি জামায়াত ক্ষমতায় এলে কার্যক্রম পুরোপুরিভাবে বন্ধ হয়ে পড়ে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার সময় সংগঠনের পুণরায় উদ্বোধন করা হয়। সংগঠনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মুক্তিযোদ্ধা আবুল কালাম মেম্বার। এসময় দোয়া পরিচালনা করেন এসএম শহিদ। ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহেদুল হাসান সোহাগের সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নয়নের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফ উল্ল্যাহ চৌধুরী, চট্টগ্রাম জেলা কৃষক লীগের সদস্য জাহেদ উল্ল্যাহ চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা মাষ্টার মহি উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুন নবী রাসেল, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক ওমর ফারুক মাসুদ, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য খালেদুর রহমান, মুজিবুল হক সওদাগর, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন পারভেজ, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মাইনুল ইসলাম মামুনসহ আরো অনেকেই। বঙ্গবন্ধু পরিষদ কার্যালয় উদ্বোধনের পর একটি মিছিল বের হয়ে মুহুরী প্রজেক্ট বাজার প্রদক্ষিণ শেষে বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এসময় নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করা হয় পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে। শহীদ মিনার নির্মাণে আর্থিক সহযোগিতা করেন ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি কাওছার হামিদ ও ব্যবসায়ী তুহিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here