নড়াইলে ভেঙ্গে পড়লো ব্রিজ: ভারি যান চলাচল বন্ধ 

0
192
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল তুলারামপুর ব্রিজের উপরের স্লাবের একটি অংশ ভেঙে পড়েছে। এতে যশোর-নড়াইল সড়কে ভারী যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। তবে যাত্রীবাহী বাসসহ হালকা যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে নড়াইল সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী এ এম আতিকুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চিত্রা নদীর উপর নির্মিত দীর্ঘদিনের পুরাতন ব্রিজটি। যে কারণে এর পাশেই ৬ লেন বিশিষ্ট আধুনিক ব্রিজ নির্মাণ কাজ চলছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে পুরাতন ব্রিজের উপরের স্লাবের একটি অংশ ভেঙে পড়ে। এতে যশোর-নড়াইল সড়কে ভারী যান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হালকা যান চলাচল।
এ এম আতিকুল্লাহ আরও জানান, এই রুটের ঢাকা, খুলনা, গোপালগঞ্জ ও যশোরগামী যাত্রীদের ভোগান্তির বিষয়টি মাথায় রেখে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করা হয়নি। যাত্রীরা ব্রিজের এক পান্তে নেমে হেঁটে ব্রিজ পার হয়ে অপর প্রান্তে থাকা আরেকটি বাসে চড়ে যাতায়াত করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here