ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানার উদ্যোগে ফ্রি মাস্ক বিতরণ

0
278

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানার উদ্যোগে সর্ব সাধারন জনগনের মাঝে ফ্রি মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার (২১শে মার্চ) সকালে শহরের পায়রা চত্বর সহ বিভিন্ন পয়েন্টে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার নবনির্বাচিত মেয়র সহিদুজ্জামান সেলিম।

এ সময় ‘নো মাস্ক, নো সার্ভিস’ বিষয়ে মেয়র সহিদুজ্জামান সেলিম বলেন, আমরা সব সরকারি দফতর ও বিপণি বিতানগুলোতে ‘নো মাস্ক, নো সার্ভিস’ কার্যক্রম চালু করেছি। এ কার্যক্রম চালু রাখতেও আমরা সর্বাত্মক চেষ্টা করছি; যাতে কেউ মাস্ক না পরে বিপণি বিতানগুলোতে না আসেন।
উক্ত ফ্রি মাস্ক বিতরন কর্মসূচীর সার্বিক ব্যবস্থা ও নেতৃত্ব দেন মডেল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ইমরান আলম।
এ সময় উপস্থিত ছিলেন পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন ,৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সোহেল আরমান, এসআই জাহিরুল ইসলাম সহ প্রশাসনের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা শহরের বিভিন্ন এলাকার বিপণিবিতান ও সাধারন জনগনকে মাস্ক পরার বিষয়ে সচেতন করেন এবং সবাইকে মাস্ক পরিয়ে দেন। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনগণকে সচেতন করতে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান মডেল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ইমরান আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here