একদিনে করোনা কাড়লো প্রায় ১০ হাজার প্রাণ

0
210

খবর৭১ঃ
বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান জোরেশোরে চললেও করোনাভাইরাস মহামারির পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। গত একদিনে প্রায় দশ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৫ লাখের বেশি মানুষ।

কয়েকদিন ধরে বিশ্বে করোনার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ব্রাজিলে। দেশটিতে দৈনিক প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হচ্ছে। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে টিকাদান জোরদার করেছে দেশটির সরকার।

গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৯ হাজার ৮৯৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৪ হাজার ৩৮ জন।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৭ লাখ ১২ হাজার ৮৪৬ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১২ কোটি ২৮ লাখ ৮০ হাজার ৫০৩ জন।

করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ৯ কোটি ৯০ লাখ ৩৭ হাজার ৫৭০ জন সুস্থ হয়ে উঠেছেন।

এই মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৪ লাখ ২৫ হাজার ৭৮৭ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৫৪ হাজার ১০৪ জন।

ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৮ লাখ ৭৭

হাজার ৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৯০ হাজার ৫২৫ জন।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার ৮৯৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ৫৯৪ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। বাংলাদেশের অবস্থান ৩৩।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here