শাল্লায় হামলার ঘটনায় হবিগঞ্জে মানববন্ধন, বিচার দাবি

0
264

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মম্বলম্বীদের বাড়ি-ঘরে হামলা ও লুটপাটের প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে হবিগঞ্জ শহরের টাউন হল রোড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আয়োজন করে- হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ।মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিলান্দ্রী শেখর পুরকায়স্থ টিটু, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট জগদীশ চন্দ্র মোদক, সাধারণ সম্পাদক সরাজ রঞ্জন বিশ্বাস, পুজা উদযাপন পরিষদের সভাপতি নলিনী কান্ত রায় নিরু, সাধারণ সম্পাদক শঙ্ক শুভ্র রায়, জেলা আওয়ামী লীগ নেতা ডা. অসিত রঞ্জন রায়, অরূপ কুমার দেব মনাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।এ সময় বক্তারা বলেন, সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দুদের বাড়িঘরে যে হামলার ঘটনা ঘটেছে সেটি খুবই নেক্কারজনক। এ ঘটনায় পুলিশের ভুমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রকাশ্যে হামলা চালালেও পুলিশ এই পর্যন্ত মাত্র ৭ জন আসামীকে গ্রেপ্তার করেছে। যা খুবই দুঃখজনক।এ সময় বক্তারা দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যতায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here