তেজগাঁওয়ে শ্রমিকদের সড়ক অবরোধ: তীব্র যানজট

0
294

খবর ৭১: রাজধানীর তেজগাঁওয়ের তিব্বত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দুটি পোশাক কারখানার শ্রমিকেরা। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম বিপাকে পড়তে হয়েছে পথচারীদের । পরে বেলা ১১টার দিকে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ।

আজ মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে তিব্বত মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্টিচওয়েল ও অ্যাপারেল স্টিচ নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা। কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ ও ৪ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা বিক্ষোভ করে।

শ্রমিকদের বিক্ষোভে সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তাদের সরে যেতে বলে। কিন্তু তারা পুলিশের অনুরোধ সত্ত্বেও সড়ক থেকে সরছিলেন না। বেলা ১১টার দিকে তাদের সরিয়ে দেয় পুলিশ। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ গণমাধ্যমকে বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাদের সরে যাওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু শ্রমিকেরা সরেননি। তাই তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here