নদীতে ঘিরানী ও কীটনাশক দিলেই মামলা

0
406

মো: আবু সাঈদ,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: রাতের আধাঁরে পার-ভবানীপুর (বালুপাড়া) শাখা যমুনা নদীতে কিছু অসাধু ব্যক্তি কীটনাশক প্রয়োগ করে মাছ ধরছে এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় উপজেলা মৎস কর্মকর্তা অভিযান চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৫০ মিটার ২টি মশারি জাল এবং ২টি বানা জব্দ করেছে।

১৪ মার্চ রবিবার দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল হান্নান খবর ৭১কে জানান, রবিবার দুপুরে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের পার-ভবানীপুর (বালুপাড়া) এবং পৌরসভার ভবানীপুর মুন্সিপাড়ায় অভিযান চালিয়ে নদী থেকে মালিক বিহীন মশারী জাল ৫০ মিটার ২টি এবং বানা ২টি জব্দ করা করেছে।

তিনি আরো বলেন, এলাকার সকলকে ডেকে কাঠা দেওয়া, মশারি জাল দিয়ে ঘিরে ও কীটনাশক প্রয়োগ করে মাছ ধরা আইনত দণ্ডনীয় অপরাধ, যারা এসব করবে তাদেরকে মৎস সুরক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ এর আওতায় এনে মামলা দেয়া হবে এবং  জব্দকৃত মশারি জাল, বানা আগুনে পুড়ে ফেলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here