সৈয়দপুরে হাজারীহাট কলেজের শিক্ষক বাবর আলীর পিতার ইন্তেকাল

0
530

সৈয়দপুর প্রতিনিধি :
নীলফামারীর সৈয়দপুরে হাজারীহাট স্কুল এন্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সিনিয়র প্রভাষক মো.বাবর আলীর পিতা আফতাব উদ্দিন গতকাল শুক্রবার সন্ধ্যায় বার্ধক্য জনিত কারণে রংপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী,চার পুত্র, দুই মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় -স্বজন,
বন্ধুবান্ধব ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।

আজ শনিবার বাদ জোহর সৈয়দপুর শহরের নিয়ামতপুর শুটকি বন্দর আড়ৎ জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে নীলফামারী -৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকত চৌধুরী, নীলফামারী জেলা পরিষদ সদস্য মো. শামীম চৌধুরী, হাজারীহাট স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মো. মনছুর আলী চৌধুরী, অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, কাশিরাম বেলপুকুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুন্নবী, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লুতু প্রমূখ শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here