পাইকগাছায় ১০ ইউনিয়নে নৌকা প্রতীক চেয়েছে ১শ’ চেয়ারম্যান প্রার্থী

0
304

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছেন ১শ চেয়ারম্যান প্রার্থী। উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে সম্ভব্য এ সব প্রার্থীদের তালিকা উপজেলা আওয়ামী লীগের মাধ্যমে জেলা আওয়ামী লীগের নিকট হস্তান্তর করা হয়েছে। দলীয় প্রার্থী চূড়ান্ত করবে কেন্দ্রীয় আওয়ামী লীগ। যার ফলে ইতোমধ্যে দলীয় মনোনয়ন পেতে বেশিরভাগ চেয়ারম্যান প্রার্থীরা ঢাকায় অবস্থান করছেন। উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান সহ নতুন প্রার্থীরা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের মাধ্যমে সম্ভব্য প্রার্থীরা দলীয় নৌকা প্রতীক চেয়ে আবেদন করেছে। ইউনিয়ন আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী তালিকা হস্তান্তর করা হয় উপজেলা আওয়ামী লীগের নিকট। উপজেলা আওয়ামী লীগ গত ৭ মার্চ দলীয় বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন থেকে পাঠানো তালিকা জেলা আওয়ামী লীগের নিকট হস্তান্তর করেছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু জানান, ইউনিয়ন আওয়ামী লীগের রেজুলেশন অনুযায়ী তৈরীকৃত প্রার্থীদের তালিকা আমরা কোন প্রকার কাট-ছাট না করেই জেলা আওয়ামী লীগের নিকট হস্তান্তর করেছি। দলীয় এ নেতা জানান, ১০টি ইউনিয়ন থেকে ১শ জন চেয়ারম্যান প্রার্থী দলীয় মনোনয়ন চেয়েছে। যার মধ্যে হরিঢালীতে ১০, কপিলমুনিতে ১০, লতায় ১১, দেলুটি ৯, সোলাদানা ১১, লস্কর ১২, গদাইপুর ১১, রাড়ুলী ৯, চাঁদখালী ৫ ও গড়ইখালীতে ১২জন প্রার্থী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু বলেন, ইউনিয়ন থেকে পাঠানো সম্ভব্য প্রার্থীদের তালিকা আমরা সোমবার জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট জমা দিয়েছি। এখন দল কাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দিবে এটা সিদ্ধান্ত নিবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কেন্দ্রীয় আওয়ামী লীগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here