বিরামপুরে গত দু’দিনে ডায়রিয়ায় ২২ শিশু হাসপাতালে

0
491

নয়ন হাসান, বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে গত দু’দিনে ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে ২২টি শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সোলায়মান হোসেন মেহেদী খবর ৭১কে জানান-প্রতি বছরই আবহাওয়া পরিবর্তনের সময় ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাবে শিশু ও বয়স্করা আক্রান্ত হয়ে থাকেন। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বিরামপুর ছাড়াও অন্যান্য উপজেলা থেকেও রুগী আসছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার ও জনবল কম থাকা সত্বেও আমরা প্রতিনিয়ত অতি যত্ন সহকারে রুগীদের চিকিৎসা প্রদান করছি। হাসপাতালে ঔষধপত্রের কোন সংকট নেই বলে ও জানান তিনি।

তিনি আরও জানান-গতকাল সোমবার থেকে হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত ১৪ শিশু ও মঙ্গলবার দুপুর পর্যন্ত ৮ শিশুসহ মোট ২২টি শিশু ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপতালে চিকিৎসা নেওয়ার পর অনেক কিছু ডায়রিয়া রুগীর শরীরিক অবস্থা উন্নতি হলে,তারা ছাড়পত্র নিয়ে তাদের নিজ বাড়িতে চলে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here