দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৩: শনাক্ত ৯১২ জন

0
319
করোনা

খবর ৭১: দেশে গত ২৪ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে শনাক্ত হয়েছে আরো ৯১২ জন। এই নিয়ে বাংলাদেশ করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাড়াঁলো ৮৪৮৯।

মঙ্গলবার দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৮০ হাজার ৯৩৮টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২২৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৫ লাখ ৫ হাজার ৩৪৯ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫৩ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৫৪ শতাংশ।

দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে সে বছরের ১৮ মার্চ।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here