বঙ্গবন্ধুর ভাষণ যারা নিষিদ্ধ করেছিল তারাও এখন ৭ মার্চ পালন করে

0
192

খবর৭১ঃ
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যারা নিষিদ্ধ করেছিল তারাও এখন ৭ মার্চ পালন করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, যারা একসময় এই ভাষণ নিষিদ্ধ করেছিল- সেই বিএনপিও এখন ৭ মার্চ পালন করছে। এই দল বাঙালির মনের ভাষা বুঝতে পারে না।

সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনায় গণভবন থেকে ভার্চুয়ালী যোগ দিয়ে এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

৭ মার্চের ভাষণের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে শেখ হাসিনা বলেন, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল তারা ৭ মার্চের ভাষণের তাৎপর্য বুঝবে না। যারা স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, তারা বঙ্গবন্ধু আর স্বাধিকার অর্জনে তার ভূমিকাকে মুছে ফেলতে অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। এখন স্বাধীনতার ঘোষক হিসেবে একজন পাঠককে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি।

প্রধানমন্ত্রী বলেন, কিছু দেশীয় নির্বোধ এই ভাষণের তাৎপর্য বুঝেনি। এরা পাকিস্তানিদের উত্তরাধিকার লালন করে আসছে।

তিনি বলেন, টানা তিনবার আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই বাংলাদেশ বিশ্বের বুকে বিশেষ মর্যাদা লাভ করেছে , এই মর্যাদা ধরে রেখে দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here