মাটির নিচে মিললো ৪০০ বছরের পুরনো মূর্তি

0
267

খবর৭১ঃ সাতক্ষীরার তালা উপজেলার কুমিরায় ইটভাটার মাটি কাঁটার সময় একটি পুকুর থেকে ৪০০ বছরের পুরনো স্বর্ণ সদৃশ মূর্তি উদ্ধার হয়েছে। শনিবার (৬ মার্চ) সকালে কুমিরা বাবুরপুকুর নামক এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, স্থানীয় মোল্লা ব্রিকসের লোকজন স্কেভেটর দিয়ে মাটি কাটছিল। মাটি কাঁটার সময় মূর্তিতে কোদালের কোপ লাগে। এ সময় মূর্তিটির উপরে মাটি কাঁটা হাতল সাজোরে আঘাত করলে ঝনঝন শব্দ হয়। মুহূর্তেই স্থানীয় এলাকাবাসী সেখানে জড়ো হয়। সোনার মূর্তি পাওয়া গেছে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মূর্তিটি তাদের হেফাজতে নেয়।

পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ইটভাটায় মাটি নেওয়ার সময় মূর্তিটি পাওয়া গেছে। সেটি এখন পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, স্বর্ণকার দিয়ে পরীক্ষা করা হলে তারা জানিয়েছেন, এটি স্বর্ণ নয় পিতলের মূর্তি। মূর্তিটির ওজন এক কেজি ৪০০ গ্রাম। মূর্তিটি চারশো বছরের পুরাতন বলে ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here