পাপুলের আসনে উপ-নির্বাচন ১১ এপ্রিল

0
406

খবর৭১ঃ
স্বতন্ত্র সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের আসনে (লক্ষ্মীপুর-২) আগামী ১১ এপ্রিল উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। কুয়েতের আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছিল।

বুধবার নির্বাচন কমিশন এই উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির সচিব হুমায়ুন কবীর খোন্দকার। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৮ মার্চ। মনোনয়নপত্র যাচাইবাছাই ১৯ মার্চ। প্রার্থিতা প্রত্যাহার ২৪ মার্চ। কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এই উপনির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সচিব হুমায়ুন কবীর বলেন, উপনির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অংশগ্রহণমূলক নির্বাচনের আশা করছে কমিশন।

তিনি জানান, এই দিন ১১টি পৌরসভা ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে ২২ ফেব্রুয়ারি সংসদ সচিবালয় পাপুলের সংসদ সদস্য পদ বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে গত ২৮ জানুয়ারি থেকে তার পদ শূন্য দেখানো হয়েছে।

ঘুষ দেয়ার মতো ফৌজদারি অপরাধে চার বছরের সাজাপ্রাপ্ত হয়ে কুয়েতের কারাগারে এখন পাপুল বন্দি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি ছিলেন তিনি।

শহিদ ইসলাম পাপুলকে চার বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেছেন। তবে তার বিরুদ্ধে আনা মানব ও অর্থপাচারের অভিযোগে শাস্তি এখনও ঘোষণা করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here