সুন্দরগঞ্জে একুশে ফেব্রুয়ারী উদযাপনের প্রস্তুতিমূলক সভা

0
238

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে একুশে ফেব্রুয়ারী শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভানুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মোহাম্মদ আল-মারফের সভাপতিত্বে এ সভানুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান নজমুল হুদা, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, শিক্ষা অফিসার একেএম হারুন-অর রশিদ, উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহ্বায়ক সৈয়দা খুরশীদ জাহান স্মৃতি, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা এটিএম মাসুদ-উল আলম চ ল প্রমূখ। এ প্রস্তুতিমূলক সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় একুশ ফেব্রুয়ারী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযানের লক্ষ্যে নানা কর্মসূচী হাতে নেয়া হয়েছে বলে জানা গেছে।
এ প্রস্তুতিমূলক সভা চলাকালে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশতবার্ষিকী উদযাপনের  অংশ হিসেবে সুন্দরগঞ্জে সেনাবাহিনী আয়োজিত বঙ্গবন্ধু ডিজিটাল ম্যারাথন উদ্বোধন উপলক্ষ্যে ১৬ বছর থেকে অধিক বয়সী দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণের আহ্বান জানিয়ে ব্রিফিংকালে নিজ নিজ মোবাইলফোনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন (বিএসএমডিএম)-২০২১ এ্যাপস ডাউনলোড পূর্বক রেজিষ্ট্রেশন করাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন রংপুর সেনা ক্যাম্পের ল্যাপ্টেনেন্ট ইফতেখার আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here