বেনাপোল-পেট্রাপোল সীমান্তের শুন্যরেখায় উদ্যাপিত হচ্ছে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস :: শেখ আফিল উদ্দিন এমপি

0
231
বেনাপোল-পেট্রাপোল সীমান্তের শুন্যরেখায় উদ্যাপিত হচ্ছে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস :: শেখ আফিল উদ্দিন এমপি

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : ২১ ফেব্রুয়ারি, প্রতিবারের ন্যায় এবারো যৌথ উদ্যোগে বেনাপোল-পেট্রাপোল সীমান্তের শুন্যরেখায় উদ্যাপিত হচ্ছে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। বৃহস্পতিবার বেলা ১২ টার সময় বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে আয়োজিত এক সৌহার্দ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করেন দু’দেশ (ভারত-বাংলাদেশ)’র জনপ্রতিনিধিসহ প্রশাসনের কর্মকর্তারা। তবে, মহামারি করোনা ভাইরাসের কারণে এবার যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোসহ স্বল্প পরিসরে ২১ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে যশোর-১(শার্শা) আসনের এমপি আলহাজ¦ শেখ আফিল উদ্দিনের নেতৃত্বে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সহ সভাপতি আলহাজ¦ সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল স্থল বন্দরের পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল, পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান, ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবীর, ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্প কমান্ডার আশরাফ হোসেন, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ওহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারণ সম্পাদক ইকবল হোসেন রাসেল, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ¦ নাসির উদ্দিন, প্রচার সম্পাদক আকবার আলী, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান, পৌর যুবলীগের আহবায়ক আহাদুজ্জামান বকুল, জসীম উদ্দিন, সেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার মেয়র শ্রী শঙ্কর আঢ্য, ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত শ্রী প্রসেনজিৎ ঘোষ, বনগাঁ পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য শম্ভু দাস, পেট্রাপোল সিএন্ডএফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তীসহ ভারতীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এদিন, শার্শার এমপি আলহাজ¦ শেখ আফিল উদ্দিন দু’দেশের সীমান্ত রেখায় পৌছালে বনগাঁ পৌরসভার মেয়র স্বদলবলে তাকে ফুলেল শুভেচ্ছা ও বিভিন্ন ধরণের ফল উপহার দেন। পরে রিট্রেট শিরোমণির দর্শক মঞ্চে বসে ২১ উদযাপনের আলোচনা করেন।

আলোচনা সভায় শেখ আফিল উদ্দিন এমপি বলেন প্রতিবারের ন্যায় এবারো দু’বাংলার মোহনায় অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করবেন দু’দেশের বাংলাভাষা প্রেমীরা। তবে, বিশ^ব্যাপী মহামারি করোনার কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া, করোনা থেকে সতর্ক থাকতে এবার এপার বাংলায় বসছে না প্রাণের মেলা।

ভারতের বনগাঁ পৌরসভার মেয়র শ্রী শঙ্কর আঢ্য বলেন, ২১ ফেব্রুয়ারি ভারতীয় সময় বেলা সাড়ে ৯ টার সময় দু’বাংলার ভাষাপ্রেমীরা নোম্যান্সল্যান্ডে স্থাপিত শহীদ বেদীতে যৌথভাবে ফুল নিবেদন করবেন, শ্রদ্ধা জানাবেন বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের প্রতি। পরে ভারতের পেট্রাপোল মঞ্চে শহীদ স্মরণে আলোচনা সভা, আমন্ত্রিত অতিথি বৃন্দের আসন গ্রহণ ও সম্মানীত করা, গুণীজনদের পুরস্কৃত করা, কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অতিথি থাকবেন ভারত-বাংলাদেশের এমপি, মন্ত্রীসহ বিভিন্ন শ্রেণীপেশার গূণীজনরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here