তৃতীয় দিনে টিকা নিয়েছেন ১ লাখের বেশি মানুষ

0
197

খবর৭১ঃ করোনা ভাইরাসের টিকা প্রয়োগের তৃতীয় দিনে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সারাদেশে ১ লাখ ১ হাজার ৮২ জন টিকা নিয়েছেন। রবিবার সারাদেশে গণ টিকাদান ‍শুরুর পর প্রথম দু’দিনে টিকা নিয়েছিলেন ৭৭ হাজার ৬৬৯ জন মানুষ।

এ নিয়ে গত তিনদিনে সারাদেশে ১ লাখ ৭৯ হাজার ৩১৮ জন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকা নিলেন। প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সারাদেশে এক হাজারের বেশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মেডিক্যাল ইনফরমেশন সার্ভিসেস (এমআইএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, মঙ্গলবার যারা টিকা নিয়েছেন, তাদের মধ্যে ২০৭ জনের ‘সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া’ দেখা দিয়েছে। আগের দিন সোমবার টিকা নেওয়া ৪৬ হাজার ৫০৯ জনের মধ্যে ৯২ জনের এ ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল।

আর প্রথম দিন টিকা নিয়েছিলেন ৩১ হাজার ১৬০ জন নাগরিক; তাদের মধ্যে ২১ জনের ‘সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া’ দেখা যাওয়া ছাড়া বড় কোনো সমস্য হয়নি।

শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকা নেওয়ার জন্য অপেক্ষা করছেন তারা। ছবি: আব্দুল গনি

টিকা নিতে আগ্রহী সবাইকে সরকারের সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনে (www.surokkha.gov.bd) গিয়ে নিবন্ধন করে নিতে হচ্ছে। ইতিমধ্যে ছয় লাখের বেশি মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন।

শুরুতে ৫৫ বছরের বেশি বয়সী নাগরিক এবং সম্মুখসারিতে থাকা বিভিন্ন পেশাভিত্তিক শ্রেণি অথবা বিশেষ শ্রেণির নাগরিকরাই টিকার জন্য নিবন্ধন করতে পারছিলেন। এখন যাদের বয়স অন্তত চল্লিশ বছর হয়েছে, তারাও নিবন্ধন করতে পারছেন।

বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকা। সবাইকে এ টিকার দুটি ডোজ নিতে হবে। গত ২৭ জানুয়ারি দেশে প্রথম করোনার টিকা প্রদান শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here