কোটচাঁদপুরে নৌকা মার্কার পক্ষে ভোট করাই বিরোধী পক্ষের হামলায়

0
197
কোটচাঁদপুরে নৌকা মার্কার পক্ষে ভোট করাই বিরোধী পক্ষের হামলায়।

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পৌরসভার রুদ্রপুর গ্রামের বাদী মোঃসিদ্দিকুর রহমান পিতা মৃত ইউসুফ আলী সাং রুদ্রপুর মাঝের পাড়া অভিযোগ করেন যে আমি প্রকাশ‍্যে নৌকা প্রতিকের ভোট করাই ০৬/০২/২০২১ তারিখে সন্ধা ৭:৩০মিনিটের সময় পাশ্ববর্তী দোকান থেকে বাড়ি ফেরার সময় আসামী ১.মোঃ কিরন পিতা রিন্টু ২.রাজন পিতা খোকন ৩.মিরাজ হোসেন পিতা মিন্টু সর্বসাং রুদ্রপুর আমাকে অতঙ্কিত ভাবে হামলা করেন। আমাকে কিল, ঘুষী,লাথি ও লাঠি দিয়ে মারধোর করে এছাড়াও আমার কাছে থাকা একটা টার্চ মোবাইল নগদ ৫,৫০০টাকা ড্রাইভিং লাইসেন্স ব‍্যাংকের এটিএম কার্ড ও ভোটার আইডি কার্ড ছিনিয়ে নেয়। এছাড়াও মারধর করার সময় বিবাদীগন আমাকে প্রান নাসের হুমকি দেয়। আমার আত্তচিৎকারে এলাকাবাসী আমাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ-কমপ্লেক্সে নিয়ে যান। পরে কিছুটা স্বাভাবিক হলে থানায় গিয়ে আসামীগনের বিপক্ষে একটা লিখিত অভিযোগ করি। আসামী পক্ষের দাবী মারামারি হলেও সেইটা এলাকায় বসে আপোষ মিমাংসা করি। আপোষ মিমাংসা কোন লিখিত কপি নাই। বাদী মোঃ সিদ্দিকুর রহমানের দাবী যে আপোষ মিমাংসা করতে চেয়েছিলো,সেইটা আমি মানি নাই।এ ব‍্যাপারে কোটচাঁদপুর মডেল থানায় অভিযোগ করেছি আমি আশাবাদী প্রশাসন আমার পক্ষে ন‍্যায় বিচার করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here