৩০ ঘণ্টা পর সিলেটের রেলযোগাযোগ সচল

0
240

খবর৭১ঃ
বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল ৩০ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের রেলযোগাযোগ সচল হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটে সিলেট থেকে উপবন এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে যাত্রার মাধ্যমে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল শুরু হয়।

রেলের সহকারী পরিচালক (অপারেশন) সাইদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে সিলেটের মাইজগাঁওয়ে বগি লাইনচ্যুত হলে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এসময় ৮টি ট্যাংক লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

এর আগে, শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজারের কুলাউড়া ও আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে ২টি উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে কাজ শুরু করে।

এছাড়া ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here