মুম্বাইয়ে ভয়াবহ আগুন

0
251

খবর৭১ঃ
গত সপ্তাহের পর আবারো মুম্বাইয়ের মানখুর্দে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। শুক্রবার ৫ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত মৃত বা আহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর পৌনে তিনটা নাগাদ এই আগুন লাগে। আগুনের শিখা এতো উঁচুতে জ্বলছিল যে অনেকদূর থেকেই থেকে তা দেখা যাচ্ছিল। মানখুর্দের ওই এলাকায় কুলারের স্ক্র্যাপ মেটেরিয়াল জমা করা হয়। সেই ভাঙাচোরা জিনিসেই আগুন লাগে। দাহ্য পদার্থ থাকায় খুব দ্রুত ছড়িয়া পড়ে চার পাশে।আগুন বাড়তে থাকায় এলাকার মানুষ প্রথমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ নেয়।

গত সপ্তাহেই মুম্বাইয়ের গোরেগাঁও এলাকার ইনরবিট মলের কাছে অবস্থিত ওই স্টুডিওতে আগুন ধরে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। বেআইনিভাবে নির্মাণের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here