বিলে রাষ্ট্রপতির সম্মতি: যেকোনো দিন এইচএসসির ফল

0
233

খবর৭১ঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে সংসদে পাস হওয়া তিনটি বিলেই সম্মতি দিয়েছেন। সোমবার (২৫ জানুয়ারি) রাতে সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

রাষ্ট্রপতির সম্মতির পর যেকোনো দিন ফলাফল প্রকাশ করা হবে। এসএসসি ও জেএসসির পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার ফল দিতে এই আইনটি পাস করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি একাদশ জাতীয় সংসদের একাদশ (২০২১ খ্রিস্টাব্দের ১ম) অধিবেশনে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত নিম্নলিখিত ৩টি (তিন) বিলে আজ ২৫-০১-২০২১ খ্রিস্টাব্দে তার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

বিল তিনটি হচ্ছে, ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশন (সংশোধন) বিল, ২০২১, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here