ঝালকাঠিতে পিআইবির অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ সমাপ্ত

0
243
ঝালকাঠিতে পিআইবির অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ সমাপ্ত

রতন আচার্য্য,ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে জেলার ৩৫ জন সংবাদকর্মীকে অনুসন্ধানমূলক রিপোর্টিং এর উপর প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)। ঝালকাঠি সার্কিট হাউস মিলনায়তনে ১৮ জানুয়ারি থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী প্রশিক্ষনের ২০ জানুয়ারি বুধবার বিকালে শেষ হয়েছে।

এতে প্রশিক্ষক ছিলেন নিউইয়র্ক টাইমস পত্রিকার স্ট্রিংগার জুলফিকার আলি মানিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, পিআইবির প্রতিবেদক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) জিলহাজ উদ্দিন ভূইয়া নিপুন এবং সিনিয়র সাংবাদিক আলম রায়হান। সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহনকারীদের হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মো. জোহর আলী। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র মাহাবুবুজ্জামান স্বপন। সভাপতিত্ব করেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত। বিভিন্ন মিডিয়ার ৩৫ জন সংবাদকর্মী এতে অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here