আট মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু

0
345
করোনায় আরও ১৪ মৃত্যু, শনাক্ত ৮৯০

খবর৭১ঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন; যা গত আট মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১২ মে মারা গিয়েছিলেন ১১ জন।গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩ জন। এ নিয়ে সরকারি হিসাবে করোনায় ৭ হাজার ৮৬২ জনের মৃত্যু হলো। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৭১৮ জন।

শুক্রবার করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন শনাক্ত হন ৭৬২জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ২৬ হাজার ৪৮৫ জন। এ পর্যন্ত ৩৪ লাখ ৩১ হাজার ৭৯২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

আর ৭১৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭১ হাজার ১২৩ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৯ জন ও নারী ৪ জন।

মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ৮ জন, ৪১-৬০ বছর পর্যন্ত ৩ জন ও ৩১-৪০ বছর পর্যন্ত দুইজন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন পাঁচ হাজার ৯৬৩ জন এবং নারী মারা গেলেন এক হাজার ৮৯৯ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৫ দশমিক ৮৫ শতাংশ এবং নারী ২৪ দশমিক ১৫ শতাংশ।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫.৫৭ শতাংশ, এ পর্যন্ত ১৫.৩৭ শতাংশ। এ পর্যন্ত সুস্থতার হার ৮৯.৪৮ শতাংশ ও মৃত্যু হার ১.৪৯ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ; তা ৫ লাখ পেরিয়ে যায় সে বছরের ২০ ডিসেম্বর। এর মধ্যে গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here