সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকারের ইন্তেকাল

0
302
সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকারের ইন্তেকাল

মিজানুর রহমান মিলন সৈয়দপুর প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় নেতা নীলফামারী -৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার করোনা আক্রান্ত হয়ে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড্ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, দুই ভাই, এক বোনসহ অসংখ্যক আত্মীয়স্বজন,বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। আগামীকাল শুক্রবার বাদ জুম্মা শহরের উপকন্ঠে পাটোয়ারীপাড়ার মকবুল হোসেন বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এরআগে সকালে সর্বস্তরের জনগনের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মরহুমের কফিন স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে রাখা হবে। এদিকে পৌর মেয়র আমজাদ হোসেন সরকারের মৃত্যু সংবাদে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীরা মরহুমের শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে শহরের পাটোয়ারী পাড়াস্থ বাসভবনে যান। এসময় সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। মেয়র আমজাদের মৃত্যুতে নীলফামারী- ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আহসান আদেলুর রহমান আদেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মহসিনুল হক মহসিন,পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু, সৈয়দপুর আওয়ামীলীগের সিনিয়র নেতা ও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন,
বিএনপি নেতা অধ্যক্ষ আব্দুল গফুর সরকার শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here