করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সৈয়দপুরে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা

0
340
করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সৈয়দপুরে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা

মিজানুর রহমান মিলন সৈয়দপুর প্রতিনিধি:

চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে নীলফামারীর সৈয়দপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর উদ্যোগে মাস্ক বিতরণ ও জনসচেতনতা বৃদ্ধিকরণ প্রচারণা করা হয়েছে। আজ রবিবার দুপুরে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ওই মাস্ক বিতরণ ও জনসচেতনতা বৃদ্ধিকরণ কর্মসূচি পালন করা হয়।
কর্মসুচির উদ্বোধন করেন প্রধান অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আহাদ আলী। এ সময় সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, মেডিক্যাল অফিসার ডা. মো. আরমান হোসেন রনি, মেডিক্যাল টেকনোলজিস্ট(ইপিআই) মো. আবু তাহের সিদ্দিকী, ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বরকতউল্ল্যাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

একই দিনে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বাঙ্গালীপুর ইউনিয়নে বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণ ও জনসচেতনতা বৃদ্ধিকরণ প্রচারণা চালানো হয়েছে।
এর আগে পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আহাদ আলী সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর কমিউনিটি ক্লিনিকে হাম ও রুবেলা টিকা দান ক্যাম্পেইন কার্যক্রম পরিদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here