শীতকালীন অধিবেশন বসছে ১৮ জানুয়ারি

0
437
শীতকালীন অধিবেশন বসছে ১৮ জানুয়ারি

খবর৭১ঃ

জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন আগামী ১৮ জানুয়ারি শুরু হবে।

বুধবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন।জাতীয় সংসদ সচিবালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংসদ সচিবালয় জানায়, আগামী ১৮ জানুয়ারি মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হবে।

এর আগে গত ২০ নভেম্বর একাদশ জাতীয় সংসদের দশম (মুজিববর্ষ উপলক্ষে বিশেষ) অধিবেশন শেষ হয়। ৮ নভেম্বর শুরু হয়ে ২০ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস চলে এই অধিবেশন।

ওই অধিবেশনে মোট নয়টি সরকারি বিল পাস করা হয়। বিশেষ অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেন। এছাড়া প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার পক্ষ থেকে উত্থাপিত কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধির আওতায় প্রস্তাব (সাধারণ) এর ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here